ঈদের ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন। তাদের প্রতি কিছু অনুরোধঃ
১. বাথরুমের কমোড ঢেকে যান। বালতি, বদনা, ড্রাম খালি করে উলটো করে রেখে যান। কোথাও যেন পানি জমে না থাকে।
২. টবগুলো এমনভাবে রেখে যান যেন পানি না জমতে পারে।
৩. ফ্রিজ খালি করে বন্ধ করে যেতে পারেন অথবা পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন।
৪. রান্না ঘরে,বারান্দায় কোথাও যেন পানি না জমে থাকে খেয়াল করুন।
৫. অযথা অব্যবহৃত কাপড়চোপর জমিয়ে না রেখে দান করুন। ঘর পরিস্কার রাখুন। অযথা ফার্নিচার, পর্দা এসব কিনে ঘরের ইন্টেরিয়র বাড়ানোর নামে মশাবান্ধব করে তুলবেন না।
৬. যাওয়ার আগে ঘরের ফ্লোর বারান্দা বাথরুম ব্লিচ দিয়ে পরিস্কার করে যান।এরোসল ছিটিয়ে যান। ঘরের ঝোল পরিস্কার করুন।
৭. অব্যবহৃত বোতল/কন্টেইনার অযথা রেখে দিবেন না। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন নির্দিষ্ট জায়গায়।
৮. ঘর যত ফাকা রাখতে পারেন ততই ভাল। হাতে টাকা পয়সা জমলেই এটা সেটা কিনে ঘর স্তুপ করবেন না।
৯.ছুটির সময়ে অফিস ভবন যেন এডিসমুক্ত থাকে তার ব্যবস্থা করে যান।
**এডিসমুক্ত ঘর রাখুন,রাখার চেষ্টা করুন**
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.