পাকিস্তানি যুদ্ধবিমান ‘মিরাজ’ বিধ্বস্ত
পাকিস্তানি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ‘মিরাজ’ দেশটির পাঞ্জাব প্রদেশে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর পাঞ্জাব প্রদেশের শরকোট শহরের কাছে বিধ্বস্ত হয়। তবে বিমানটি দুর্ঘটনার তাৎক্ষণিক কোনো কারণ জানা যায়নি।
শুক্রবার পাক বিমানবাহিনীর বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানায়।দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, বিমানটি থেকে পাইলট নিরাপদে বের হয়ে এসেছেন। তবে বিধ্বস্ত এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিমানটির বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য বিমানবাহিনীর সদর দফতর থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে গত মাসে মিনওয়ালি শহরের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে বিমানটিতে থাকা দুই পাইলট স্কোয়াড্রন লিডার হারিস বিন খালিদ ও ফ্লাইং অফিসার ইবাদুর রহমান প্রাণ হারান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.