সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনাভাইরাসকে রুখে দিল ভারতের যে জেলা !

     .com/

    শুধুমাত্র সচেতনার নজির গড়ে করোনাভাইরাসকে রুখে দিল ভারতের উড়িষ্যারাজ্যের একটি জেলা। উড়িষ্যার ওই জেলার নাম রায়াগাডা। গোটা ভারতজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও ওই গ্রামে এখনও পর্যন্ত রায়াগাডায় কেউ আক্রান্ত হননি বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

    সংবাদমাধ্যমটি জানায়, করোনা নিয়ে সচেতনা বিষয়ক সরকারি সব নির্দেশনা ওই জেলার বাসিন্দারা মেনে চলছেন বলেই এখনও করোনার শিকারে পরিণত হননি তারা। এ জন্য রায়াগাডা জেলা পুলিশ সদস্যদের প্রশংসনীয় উদ্যোগ ও শ্রমকে অন্যতম কারণ হিসাবে বলা হচ্ছে।

    মঙ্গলবার সকালে জেলার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সারভানা বিবেক একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে বিক্রেতাকে সতর্ক করেন এবং এর প্রবেশদ্বারে একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে আসেন। তাতে লেখা রয়েছে মাস্ক না পড়লে প্রবেশ নিষেধ। একই প্ল্যাকার্ড জেলার প্রায় সব দোকানেই ঝোলানো হয়েছে।

    বেশ কিছু দোকানে ঝুলছে - মাস্ক না পরলে জিনিস বিক্রি করা হবে না এমন বার্তা। ভারতে করোনা সংক্রমণের শুরু থেকেই ওই জেলায় নিয়মিত সচেতনতার ক্যাম্পেইন করেছেন পুলিশ কর্মকর্তারা। মাস্ক পরা ও সামাজিক দূরত্বের গুরুত্ব বোঝানো হয়েছে।

    লকডাউনে দোকানে কিছু কিনতে এসে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওইয়া হবে বলে সতর্ক করা হয়েছে । আর প্রশাসনের সব নির্দেশনা মেনেই ভাইরাসের করাল আক্রমণের হাত থেকে মুক্তি পেয়েছেন উড়িষ্যার রায়াগাডা জেলার বাসিন্দারা।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !