হাসতে নেই মানা
* জোকস-১
স্বামী: আমার বন্ধুরা আসছে, বাড়ির সব জিনিসপত্র সরাও!
স্ত্রী: কেন? চুরি করে নিয়ে যাবে নাকি!
স্বামী: না, যার যার জিনিস চিনে ফেলবে!
* জোকস-২
অ- তে অজগরটি আসছে তেড়ে। আ- তে আমটি আমি খাবো পেড়ে।’
তখন সুমনের বউ বললো- ‘মেয়েটা একদম তার বাপের মতো হয়েছে। দেখছে অজগর আসছে। তারপরও আম খাওয়ার লোভ সামলাতে পারে না!’
* জোকস-৩
টিটু নতুন টেলিভিশন কিনেছে। বাড়ি ফিরেই সে টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিল। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।
প্রতিবেশী: আরে, করছ কী, করছ কী?
টিটু: হে হে, আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বললো, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা ঠকিয়ে দিলো কি না, তাই পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি না!
* জোকস-৪
বল্টু সবজি কিনতে বাজারে গেছে-
সবজি ওয়ালা সবজির ওপর পানি ছেটাচ্ছিলো। তা দেখে বল্টু কিছুক্ষণ চুপ করে দাড়ালো। একটু পরে বললো, ‘সবজির জ্ঞান যদি ফিরে এলে ওখান থেকে এক কেজি দিয়েন তো!’
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.