Sunday, June 29.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বাজরিগার পাখি ডিমে দিলে করণীয় কাজ





%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87


আজ আপনার শখের বাজরিগার পাখি ডিম দিয়েছে, খুশিতে আত্নহারা! শখের পাখির জন্য কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। থামুন! একটু বড় দীর্ঘশ্বাস নিন এবং নিচের কাজগুলো করার চেষ্টা করুন।
  1. সব সময় খাঁচায় মিনারেল ব্লক ও সাগরের ফেনা দিয়ে রাখতে হবে ।
  2. যে দিন থেকে বাজরিগার পাখি ডিম দিবে সেই দিন থেকে ডিম দেয়া শেষ না হওয়া পর্যন্ত পানির সাথে ক্যালসিয়াম মিশিয়ে দিন।
  3. পাখিকে এগ ফুড খাওয়ানো শিখাতে হবে ,তাই মাঝে মাঝে পাখিকে এগ ফুড খেতে দিন ।
  4. গোসলের জন্য মাঝে মাঝে আলাদা ভাবে পানি দিন, ১০ মিনিট পর পানি বের করে দিন, যদি ডিমের আদ্রতা ঠিক করতে হয়, পাখি তা পানির দ্বারা করে নিবে। বর্ষা এবং শীতের সময় পাখিকে গোসল করানোর কোনো প্রয়োজন নাই।
  5. কোন ভাবেই বার বার ডিম দেখার জন্য উঁকি দেয়া যাবে না, এতে পাখি ডিমে তা নাও দিতে পারে, এমন কি ডিম ফেলে দিতে পারে ।
  6. ডিম চেক করতে হলে অভিজ্ঞ কারও সাহায্য নিন , নিজে চেষ্টা করবেন না যদি অভিজ্ঞতা না থাকে।
  7. ডিমে পাখির বিষ্ঠা যদি লেগে থাকে, তুলা দিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিবেন, যদি আপনি না পারেন, তাহলে অভিজ্ঞ কারও সাহায্য নিন ।
  8. পরিবারের অন্য সদস্য যেন পাখিকে বিরক্ত না করে সেই দিকে খেয়াল রাখতে হবে,এমন কি আপনি বাড়ির বাহিরে গেলে, তারা যেন ডিম দেখার জন্য পাখিকে বিরক্ত না করে ।
  9. টিকটিকি ও তেলাপোকা যেন হাড়িতে না ঢুকতে পারে খেয়াল রাখবেন, যদি তারা হাড়িতে ঢুকে পাখি  ভয়ে ডিমে তা দিবে না ।
  10. ১৬-২১ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে,তাই কান সজাগ রাখেন বাচ্চার মধুর শব্দ শুনার জন্য ।
.com/


No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1